সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ মার্চ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সাথে বৈঠকে বসবেন। শুক্রবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।
পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ দুই নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত মাসে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির প্রেসিডেন্টের এই যুক্তরাষ্ট্র সফরের কথা ঘোষণা করে। তবে তখন সুর্নিদিষ্ট দিনক্ষণ উল্লেখ করা হয়নি।
জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করা বোলসোনারো ওয়াশিংটনের সাথে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন।
ব্রাজিলে বামপন্থী সরকার এক দশক ক্ষমতায় ছিল।
এদিকে এ বৈঠক সম্পর্কে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কিভাবে একটি অধিকতর উন্নত, সমৃদ্ধ, নিরাপদ, সুরক্ষিত ও গণতান্ত্রিক পশ্চিমা বিশ্ব গড়ে তোলা যায়, সেই উপায় বের করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট বোলসোনারো আলোচনা করবেন।’
হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, ‘দুটি বৃহত্তম অর্থনৈতিক দেশের দুই নেতার মধ্যে প্রতিরক্ষা সহায়তা, প্রবৃদ্ধিভিত্তিক বাণিজ্যনীতি, অপরাধ মোকাবিলা ও ভেনিজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করবেন।’
এতে আরো বলা হয়, ‘ভেনিজুয়েলায় মানবিক সহায়তা প্রদানের ভূমিকা নিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের বড় ভূমিকা নিয়ে আলোচনা করবেন।’
image_print
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি