রাসায়নিক গুদাম সরাতে কোন বাঁধা মানব না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৯

রাসায়নিক গুদাম সরাতে কোন বাঁধা মানব না: প্রধানমন্ত্রী

সোনালী সিলেট ডেস্ক ::: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন- ‘যত বাধাই আসুক, পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে দাহ্য রাসায়নিকের গুদাম সরাতে হবে।’

বৃহস্পতিবার (৭ মার্চ) নিজের কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নতুন মেয়র এবং দুই সিটির নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

শেখ হাসিনা বলেন, এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে। যে পণ্য তারা উৎপাদন করবে তারা তা বিক্রি করতে পারবে। কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব। যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, কিছু দিন আগে যে আগুনটা লাগল… এটা অত্যন্ত দুঃখজনক। কাজেই এখানে দাহ্য পদার্থ থাকতে পারবে না। তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি।

পুরান ঢাকার ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন তারা রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, যে জিনিসটায় আগুন লাগতে পারে। এত বড় একটা ক্ষতি…. একবার নিমতলী হয়ে গেল। দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা। কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজেই এইখানে যে যত বাধাই দিক। কোনো বাধাই আমরা মানব না। আমরা কিন্তু সেটা নিয়ে যাব।

প্রসঙ্গত, চকবাজারের চুড়িহাট্টায় ২০ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহানির পর পুরান ঢাকা থেকে সব রাসায়নিকের গুদাম সরাতে সময় বেঁধে দেয় সরকার। এরপর চকবাজার, বকশীবাজারসহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে সিটি করপোরেশনের টাস্কফোর্স। চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ভবন পুড়ে যায়, যেগুলোতে প্লাস্টিক দ্রব্য, রাসায়নিক কিংবা প্রসাধন সামগ্রীর গুদাম ছিল।

নয় বছর আগে নিমতলীতে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পরও পুরান ঢাকার সব রাসায়নিকের গুদাম সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছিল। সেই উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের অসহযোগিতায় তা সম্ভব হয়নি বলে জানায় সরকার।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম