সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দৃর্বত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফের এক নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইউপিডিএফের ইউনিয়ন সংগঠক উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কোধন।
এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের প্রতিপক্ষ জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে।
জনসংহতি সমিতি (লারমা) অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত উদয় বিকাশ চাকমা আজ করেঙ্গাতলী বাজার এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। এমন সময় সাত থেকে আটজন অস্ত্রধারী এসে তাকে ঘিরে ফেলে ব্রাশফায়ার করে। উদয় বিকাশ ঘটনাস্থলেই মারা যান। এরপর অস্ত্রধারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পর ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট প্রধান জুয়েল চাকমা জানান, ‘আমাদের কর্মীকে জনসংহতি সমিতির (এমএন লারমা) সশস্ত্র কর্মীরা হত্যা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি করছি।’
তবে জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনায় আমাদের জড়িত থাকার প্রশ্নই ওঠে না। ইউপিডিএফের বিরোধের ফলে এ ঘটনা ঘটতে পারে।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনজুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি