সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা কম হতে পারে। কারণ একটি প্রধান দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সুতরাং ভোটের সংখ্যা কম হওয়টা স্বাভাবিক । প্রার্থী হিসেবে যারা আছেন তারা কোনো দলের তা আমাদের বিবেচ্য বিষয় নয়। একটি ভালো নির্বাচন উপহার দিতে না পারলে ভোটারদের একটি অনাস্থা তৈরি হবে যেটা কারও জন্যই মঙ্গলময় হবে না। আমরা সবাই এই দেশের নাগরিক। আমরা চাই না কোনো প্রার্থী বা ভোটারের যানমালের ক্ষতি হোক।’
বুধবার (৬ মার্চ) সকালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে এর দায় নির্বাচন কমিশনের ওপর পড়বে। আমরা একটি অবাদ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। তাই এই উপজেলা পরিষদ নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব করা হলে আমরা মেনে নিব না।’
নির্বাচন কমিশনার বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনের পর্যাপ্ত জনবল নেই সেহেতু এই নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের নির্ভর করতে হয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্কুল-কলেজের শিক্ষকদের ওপর। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি একটি অবাধ, নিরপেক্ষ এবং আইনানুগ নির্বাচন পরিচালনার জন্যই। নির্বাচনের পূর্ব রাতে ভোট বাক্সে ব্যালট ভরে দেয়া এবং ভোটের দিনে ও ভোট গণনার সময় কোনো রকম অনিয়ম হলে আমরা তা সঙ্গে সঙ্গে প্রতিহত করবো। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করলাম।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম, র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার ফয়সল আহমেদ, সিলেট বিভাগ আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো.মুরাদ আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি