সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার উল্টে নিহত ১

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৯

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার উল্টে নিহত ১

সিলেট-তামাবিল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন।

বুধবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ঢাকার উত্তরা ১৪নং সেক্টরের জাহিদ আহমদ (৩২)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে প্রাইভেটকারটি জাফলং যাচ্ছিলো। পথে বাঘের সড়ক এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা বিদ্যুতের খুঁটির উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আরোহী জাহিদ আহমদ মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে নিয়ে এসেছি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম