সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, এপিএস-২ ও বিশেষ সহকারী হলেন যারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপ-প্রেস সচিব, সহকারী একান্ত সচিব (এপিএস)-২, দু’জন বিশেষ সহকারী ও একজন অ্যাসাইনমেন্ট অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
চুক্তিতে এ নিয়োগ দিয়ে সোমবার (৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক হাসান জাহিদ তুষার।
আর বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান। উপসচিব পদমর্যাদায় তারা এ নিয়োগ পেয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন গাজী হাফিজুর রহমান। গাজী হাফিজুর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের ছেলে মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, এপিএস-২ ও দুই বিশেষ সহকারী নিয়োগপ্রাপ্তদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, এ নিয়োগের মেয়াদকাল হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রী তাদের যতদিন এ পদে রাখতে চান ততদিন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি