সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::হাসন রাজা বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে তিনি। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্ এর প্রধান পথিকৃৎ।
হাসন রাজার জন্ম ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণছিরি (লক্ষণশ্রী) পরগণার তেঘরিয়া গ্রামে। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান। রামপাশা-লক্ষণশ্রীর জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী। তাঁর পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তাঁর তৃতীয় পুত্র। তিনি সহজ-সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান রচনা করেন। সুনামগঞ্জ অঞ্চলের এই রাজা জমিদারীর পাশাপাশি সাধনা করেছেন সুরের,সংগীতের।
সুর সংগীতের এই সাধকের জীবনদর্শন নিয়ে নাটক “হাসন রাজা” মঞ্চায়ন করবে নান্দিক নাট্যদল, সিলেট। নাটকটি রচনা করেছেন সিলেটের তরুণ নাট্যকার মোস্তাক আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন আমিরুল ইসলাম চৌধুরী বাবু। আগামীকাল ৬ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭ টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটকের ৬ষ্ঠ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সম্মিলিত নাট্য পরিষদের মহান একুশের আলোকে ১৪ দিনব্যাপী নাট্য প্রদর্শনীর দশম দিন নান্দিক নাট্যদল সিলেট’র ২৩তম প্রযোজনা হাসন রাজা নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছে।
হাসন রাজা’ নাটক সম্পর্কে নাট্যকার মোস্তাক আহমেদ বলেন, বাংলার লৌকিক সমাজে রামপাশা-লক্ষণশ্রীর জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী কিংবদন্তী হয়ে আছেন যুগ যুগ ধরে। এখনো তাকে ঘিরে নানাধরনের জনশ্রুতি আবহমান বাংলার লোকসমাজে। ভোগবিলাসের খোলস থেকে বেরিয়ে এসে এই সাধক কবি নিজেকে চিনিয়েছেন অন্যরূপে। তার সৃষ্টিকর্ম বাংলা লোকগানের পরিমণ্ডলকে দিয়েছে এক নতুন ধারার সন্ধান।
হাসন রাজা’ নাটকের ঘটনা প্রবাহ এক বর্ণিল জমিদারের দিনপঞ্জি প্রায়। প্রথম স্ত্রী আজিজা বানু’র সাথে মান-অভিমান, প্রেমালাপ, মল্লিকপুরের জমিদার গোবিন্দ বাবু’র সঙ্গে শত্রুতা, একাধিক বিয়ে, প্রজা বিদ্রোহ, মায়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী অনুশোচনা, মুর্শিদের অনুসন্ধান, ভোগবাদ পরিত্যাগ, মায়ের মৃত্যুসহ প্রত্যেকটি ঘটনা এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি।
প্রসঙ্গত, ১৪ দিনব্যাপী শুরু হওয়া নাট্য প্রদর্শনী ১০ মার্চ পর্যন্ত কবি নজরুল অডিটোরিয়ামে চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি