সিলেট ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: নিরাপত্তার কারণ দেখিয়ে কৃষিবিদ মিলনায়তনে বুকারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠান বাতিল করা হলেও নতুন ভেন্যু ধানমন্ডির মাইডাস সেন্টারে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ‘ছবিমেলা’।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হবে। ছবিমেলার অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে।
ঘোষণায় বলা হয়, ‘যথারীতি সন্ধ্যা ৬ টায় মাইডাস সেন্টারে অনুষ্ঠানটি হবে। এক ঘণ্টা আগে আগ্রহীদের সেখানে যেতে বলা হয়েছে। সঙ্গে তাদের আগের রেজিস্ট্রেশনের প্রিন্টকপি নিয়ে যেতে হবে।’
এর আগে সোমবার (৪ মার্চ) রাতে ছবিমেলার পক্ষ থেকে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে তাদেরকে নির্ধারিত জায়গায় অরুন্ধতীর অনুষ্ঠানটি করতে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সকালে বাংলা ট্রিবিউনকে জানান, ‘অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বাতিল করতে বলা হয়েছে।’
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’-এর অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে রোববার অরুন্ধতী রায় বাংলাদেশে এসেছেন। এই আলোচনায় আলোকচিত্রী ও ছবিমেলার অন্যতম আয়োজক শহীদুল আলমও উপস্থিত থাকবেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি