সিলেট ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ২৬তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার উত্থানে পেছনে পড়ে গেলেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ৬১০ রেটিং নিয়ে ২৮তম স্থানে রয়েছেন সাকিব। তামিমের রেটিং ৬২৬।
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন তামিম। প্রথম ইনিংসে ১২৮ বলে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৭৪ রান করেন তিনি। দু’ইনিংস মিলিয়ে সর্বমোট ২০০ রান করেন তামিম। তাই আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ১১ধাপ উন্নতি ঘটে তার। তামিমের মত ৬২৬ রেটিং ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে ২৫তম স্থানে রয়েছেন তিনি।
এছাড়া র্যাংকিং-এ উন্নতি হয়েছে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। সিরিজের দ্বিতীয় টেস্টে ১ ও ১৪৯ রান করেন সৌম্য। ফলে ২৫ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং ৪৪৯।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২ ও ১৪৬ রান করেন মাহমুুদুল্লাহ। দ্বিতীয় টেস্টে যথাক্রমে ২২ ও ১৪৬ রান করেন তিনি। তাই বর্তমানে ৫৬২ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি