সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯
নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য দায়ীদের শাস্তির দাবিতে এবং অতিদ্রুত সকল হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
সোমবার (৪ মার্চ) তাহিরপুরের সুলেমানপুরে আয়োজিত এ মানববন্ধনে এলাকার কৃষকরা অংশ নেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচালনায় মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে দাবির প্রতি একাত্মতা জানিয়ে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ, আব্দুল আমিন, বাবুল মিয়া, এমদাদ মিয়া, রুহেন মিয়া, আকিক মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে কাসমির রেজা বলেন, ২০১৭ সালের প্রলয়ংকারী বন্যার পর হাওরের ফসল রক্ষায় সরকারের শীর্ষ মহলের আন্তরিকতা আমাদের আশান্বিত করেছে। নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরপরও এ বছর কেন সময়মত বাঁধের কাজ সম্পন্ন হয়নি তা আমাদের বোধগম্য নয়।
তিনি আরও বলেন, আমরা চাই অতিদ্রুত সকল হাওরে বাঁধের কাজ শেষ করা হোক এবং সময়মত বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। এক ফসলি বোরো ধানের উপর নির্ভরশীল হাওরের কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে কোন খামখেয়ালি চলবে না।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি