সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সব সরকারি হাসপাতালের যথাযথ রণাবেণের পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স এবং কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর মহাখালীতে বব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে সেবা দেওয়াটা আপনাদের দায়িত্ব। পাশাপাশি এগুলোর যথাযথ রণাবেণ করতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এগুলোর নির্মাণে সরকারকে অনেক কষ্ট করে বাজেট বরাদ্দ করতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে এক-একটা পরিকল্পনা পাস করছে, কাজেই এই তৈরি করা স্থাপনাগুলো যেন গুণে ও মানে অটুট থাকে।’
‘আমি একটা অনুরোধ করব, এই ইনস্টিটিউট এবং হাসপাতাল যে প্রতিষ্ঠানগুলোই আমরা তৈরি করি না কেন, সেই প্রতিষ্ঠানগুলো যেন সুন্দরভাবে চলে, ভালোভাবে চলে। স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে আমরা অকান্ত পরিশ্রম করে যাচ্ছি। কাজেই আমরা আশা করব, আপনারা চিকিৎসা সেবাটাকে আপনাদের কেবল পেশা হিসেবে নয়, মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন। মানুষ যেন সেবাটা পায় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়।’
জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অংশবিশেষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালিকে আর কেউ দাবায় রাখতে পারবে না এবং তাদের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনিও খেলতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ জাতির পিতার স্বপ্নের ুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।’
যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে, সেগুলোর নির্মাণ কাজ শুরু হয়ে গেছে এবং এগুলোর কাজ সম্পন্ন হলে আমাদের স্বাস্থ্যসেবার ভিত্তিটা আরও মজবুত হবে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সে সময় আরও কয়েকটি স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন শেখ হাসিনা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের উদ্বোধন। শহীদ সোহরাওয়ার্দি হাসাপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সম্প্রসারণ কাজ, মুগদার ৫০০ শয্যার হাসপাতালের সার্ভিস ব্লকের সম্প্রসারণ কাজ, মহাখালীর নার্সিং অ্যান্ড মিডওয়াফারি ভবন এবং অ্যাজমা সেন্টার সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। এছাড়াও সাভারের কনষ্ট্রাকশন অব হেলথ ম্যানেজমমেন্টের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালিক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক সিরাজুল ইসলাম শিশির এবং স্বাস্থ্য বিভাগের সচিব সিরাজুল ইসলাম খান। অনুষ্ঠানে সরকারের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি