সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃহস্পতিবার সিলেটে নওফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফলে সিলেটে নিজেদের হোমগ্রাউন্ডে জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। এ নিয়ে নিজেদের হোম ভেন্যু হিসেবে পরিচিত সিলেট জেলা স্টেডিয়ামে টানা চার ম্যাচ জিতে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ২৫তম মিনিটে গোল করেন রাফায়েল ওডোভিন অনরেবে। বিরতির ৬৭তম মিনিটে আলিশার আজিজভ গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। ৭২তম মিনিটে আলেক্স রাফায়েল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় শেখ রাসেল। তারপরও এই ব্যবধান ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।
৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে শেখ রাসেল। একই সংখ্যক ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে নওফেল। এবারের লীগে ৮ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে আছে বসুন্ধরা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি