লিডিং ইউনিভার্সিটির সমাবর্তনের নতুন তারিখ ২০ মার্চ

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন ২৩ মার্চ এর পরিবর্তে ২০ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন মন্ত্রীর সময়ের সাথে সংগতি রেখে সমাবর্তনের তারিখ ২৩ মার্চ এর স্থলে ২০ মার্চ করা হয়েছে।

এছাড়া গ্র্যাজুয়েটদের অনুরোধের প্রেক্ষিতে সমাবর্তনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ মার্চ রোববার রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখিত অ্যাপ এর মাধ্যমে গ্রাজুয়েটগণ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

এবারের সমাবর্তনে লিডিং ইউনিভার্সিটি থেকে অনার্স-মাস্টার্স সম্পন্নকারী পাঁচ হাজারেরও অধিক গ্র্যাজুয়েটকে সনদ প্রদান করা হবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম