শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষায় দক্ষ হতে হবে: সিকৃবি ভিসি

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯

শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষায় দক্ষ হতে হবে: সিকৃবি ভিসি

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ৩ দিনব্যাপী ‘থিসিস অ্যান্ড টেকনিক্যাল রিপোর্ট রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৪ মার্চ) মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ.এফ.এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আবু সাঈদ।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহা. তরিকুল আলম বলেন, বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানের উদ্বোধন করে ড. মতিয়ার রহমান বলেন, ছাত্র-ছাত্রীদেরকে দক্ষ হিসেবে নিজেকে গড়তে হবে। প্রায়োগিক শিক্ষায় দক্ষ হতে হবে তবেই কর্মজীবনে নিজেদের দক্ষতাকে সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হবে।

প্রশিক্ষণে মাৎস্যবিজ্ঞান অনুষদের এম.এস. পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিনসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম