সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় সিনেটর বার্নি স্যান্ডার্স শনিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করে তাকে পরাজিত করার অঙ্গীকার করেন। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রচারণা সমাবেশে প্রথম বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জন্মস্থান নিউইয়র্কের ব্রুকলিনে বক্তব্য দেয়ার সময় তিনি দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে তার বক্তব্য তুলে ধরেন। স্যান্ডার্স ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হওয়ার জন্য জনাকীর্ণ সমাবেশে প্রথমবারের মতো বক্তৃতা করেন।
উপস্থিত সমর্থকদের উদ্দেশে স্যান্ডার্স বলেন, ‘এই প্রচার অভিযানে যোগ দেয়ায় আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু ডেমোক্র্যাটদের মনোনয়ন পাওয়ার লড়াই নয়, এটা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার সংগ্রাম। তিনি আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট।’
বিশাল এই জনসভায় কয়েক হাজার লোকের সমাগম ঘটে।
স্যান্ডার্স বলেন, ‘তবে আপনাদের সহায়তায় আমরা এই দেশে এমন একটি অর্থনৈতিক ভিত্তি ও সরকার গঠন করতে যাচ্ছি যে সরকার শুধু এক শতাংশ লোকের জন্য নয়, বরং আমাদের সবার জন্যই কাজ করবে।’
সমাবেশে স্যান্ডার্স তার নিজ পরিবারের গল্প বলেন। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসার কথা শোনান উপস্থিত সকলকে।
তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ‘বিলাসবহুল আকাশচুম্বি ভবন, ক্যাসিনো নির্মাণের জন্য কোটি কোটি অর্থ যোগান দেয়ার মতো আমার কোটিপতি বাবা ছিল না।’
স্যান্ডার্স বলেন, ‘আমি এমন পরিবারে জন্মগ্রহণ করিনি যেই পরিবার আমাকে তিন বছর বয়স থেকেই প্রতি বছরে ২ লাখ মার্কিন ডলার হাতখরচ দেবে।’
উল্লেখ্য, স্যান্ডার্স ২০১৬ সালে হিলারি ক্লিনটনের কাছে প্রেসিডেন্ট প্রার্থী হবার দৌঁড়ে হেরে গিয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি