সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
চার কমিশনার ও সচিবকে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের একথা জানান।
সিইসি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে আগামী ৪ নভেম্বন রোববার কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। তারপর যেদিন জাতির উদ্দেশে ভাষণ দেয়া হবে, সেদিন তফসিল ঘোষণা করা হবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ একটি আনুষ্ঠানিকতা। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করেছেন।’
নূরুল হুদা বলেন, ‘তবে নির্বাচনের তফসিল বা তারিখ নিয়ে সিদ্ধান্ত হয়নি।’
এ সময় রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে নির্বাচন কমিশন শ্রদ্ধাশীল বলেও জানান তিনি।
চলমান সংলাপের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘না, কোনো প্রভাব পড়বে না।’
নির্বাচন জানুয়ারিতে হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা এখন বলা সম্ভব হচ্ছে না। ৪ নভেম্বর কমিশন সভার পর জানা যাবে।’
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের আস্থা ও বিশ্বাস আছে, নির্বাচনে সব দল অংশ নেবে।’
এ সময় সাংবাদিকদরা জানতে চান, আপনাদের উপর সবার আস্থা আছে কী? জবাবে তিনি বলেন, ‘সেটা আমরা জানি না।’
এ সময় চার নির্বাচন কমিশার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তাদের নিয়ে সিইসি বঙ্গভবনে প্রবেশ করেন। সেখানে তারা দীর্ঘ সময় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন।
সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে চাইছে ইসি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি