খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সোনালী সিলেট ডেস্ক ::: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ থেকে দূরে রাখা সম্ভব।
আজ রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি¬উটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা সুস্থ বিনোদন ও অনাবিল আনন্দের এক উৎস। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একতা গড়ে তুলে আমরা দেশকে আরো এগিয়ে নিতে চাই।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মকর্তা-কর্মচারীদের নির্মল আনন্দ ধারায় ও কর্মপ্রেরণায় উজ্জীবিত করে। পাশাপাশি তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে বলেও উল্লেখ করেন তিনি।
বিআইডবি¬উটিএ’র চেয়ারম্যান কমডোর মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, বিআইডবি¬উটিএ’র সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. শহিদুল ইসলাম, সদস্য (অর্থ) মো. নূরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম