সিলেট ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
আহতরা হলেন, একপক্ষের বারই পাড়া গ্রামের আব্দুল হাসিম ভূষণ (৫০), তার ৩ ছেলে ছদরুল আহমদ (২৫), কাপলু আহমদ (২৪) ও রিকল আহমদ (২৩)। অপর পক্ষের একই গ্রামের নইব আলীর ছেলে সাকির আহমদ (২২) ও রিফান আহমদ (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুলবাড়ি ইউনিয়নের বারইপাড়া গ্রামে ফুটবল খেলায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খেলা শেষে আবারো দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষের ৪ জন এবং অপর পক্ষের আরো ২ জন আহত হন। আহতদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে উভয় পক্ষের কেউ এখনো কোন মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি