সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯
উপজেলা পরিষদ নির্বাচন
সোনালী সিলেট ডেস্ক :::১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল উৎসবের আমেজ।
এদিকে প্রতীক পাবার পর নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রণধীর কুমার দেব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আফজাল হক আনারস প্রতীকে এবং জাকের পার্টির আ. কাইয়ুম গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রার্থী ও তাদের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা তালা প্রতীকে, পরিমল দাশ বাল্ব প্রতীকে, মো. এনাম হোসেন মামুন বই প্রতীকে, এম এ রহিম নোমানী মাইক প্রতীকে, হাসানুর রহমান দুলাল তোতাপাখি প্রতীকে, মো. লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী ফুটবল প্রতীকে, শিরিনা আক্তার কলস প্রতীকে, মিতালী দত্ত পদ্মফুল প্রতীকে, হাজেরা খাতুন হাঁস প্রতীকে নির্বাচন করছেন ৷
নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রণধীর কুমার দেব সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, বিগত ১০ বছরে উপজেলায় যে উন্নয়ন সাধিত হয়েছে, মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন হয়েছে তাঁরই ফলশ্রুতিতে এ বারও নৌকা মার্কায় জনগণ ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হক বলেন, জনগণ পরিবর্তন চায়। তৃণমূলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং জনগণের অনুরোধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। সকল শ্রেণীর মানুষের মধ্যে বিপুল সাড়া লক্ষ্য করছি। ইনশাআল্লাহ, বিজয় সুনিশ্চিত।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি