সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯
হবিগঞ্জের নবীগঞ্জে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ছোট ভাকৈর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার (ওসি) ইকবাল হোসেন বলেন, ছোট ভাকৈর গ্রামের ইংল্যান্ড প্রবাসী আব্দুল আলী’র সাথে একটি রাস্তার দখল নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুল কদ্দুছ মিয়া ও তার লোকজনের। এর জের ধরে শুক্রবার দুপুরে তারা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গুরুতর আহতদের মধ্যে তাহির আলী (২৫), আবুল মিয়া (৩২), এখলাছ আহমেদ (৬০), জিবলু আহমেদ (৩২), জামিল আহমেদ (৩৮), আলী মিয়া (২৪), গেদল মিয়া (৭০), রায়তারা খাতুন (৪২), কাওছর মিয়া (৪১), ছাতির মিয়া (২৮), বজলু মিয়া (৪৪), বাচ্চু মিয়া (৩২) ও মাহাবুবুর রহমান (২১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি