সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::ছাতকে ভারতীয় নাসির বিড়িসহ ২ ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় বিড়ি বহনকারী একটি সিএনজি ফোরষ্ট্রোকও আটক করা হয়। শুক্রবার (০১মার্চ) দুপুরে জাউয়াবাজার এলাকা থেকে বিড়িসহ তাদের আটক করেন র্যাব-৯ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে জাউয়াবাজার এলাকা থেকে প্রায় ১২ লক্ষ ৮১ হাজার টাকা মুল্যের ভারতীয় নাসির বিড়িসহ বহনকারী একটি সিএনজি ফোরষ্ট্রোক(নং- সিলেট-থ-১২-৪৬৭৬) আটক করেন। এ সময় সিএনজি চালক জাউয়া বাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের আরশ আলী’র পুত্র নুর মিয়া (২৬) ও হাবিদপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র নুরুল হক (৬৩) কে আটক করা হয়।
র্যাব’র ডিএডি নাসিম রেজা ও ডিএডি আব্দু রহিমসহ র্যাব সদস্যবৃন্দ অভিযানে অংশ নেন। র্যাব-৯ এর ডিএডি নাসিম রেজা ভারতীয় নাসির বিড়িসহ আসামীদের আটকের সত্যতা নিশ্চিত করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি