সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::প্রায় ৬০ ঘণ্টা পর দেশে ফিরেছেন ভারতের বিমানসেনার পাইলট অভিনন্দন বর্তমান। সে উপলক্ষে উৎসব বিরাজ করছে দেশজুড়ে। অভিনন্দনকে স্বাগত জানাতে বুধবার রাতে ওয়াখা সীমান্তে ভিড় জমান শত শত মানুষ। তাকে স্বাগত জানান ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভারতে ফিরে অভিনন্দন প্রথমে বলেন, ‘ফিরে আসতে পেরে ভালো লাগছে, এটা ভালো যে, আমি দেশে ফিরতে পেরেছি’।
সাংবাদিকদের কোনও প্রশ্ন না নিয়ে ছোটো এক বিবৃতিতে ভাইস এয়ার মার্শাল আরজিকে কাপুর বলেন, অভিনন্দনের পুরো শরীর পরীক্ষা করা হবে। তাকে অনেক ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে।
বুধবার রাতে অভিনন্দন বর্তমানের ফিরে আসতে দেরি হওয়ার কারণ জানিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লিখেছে, সীমান্ত পার হওয়ার আগে ক্যামেরার সামনে জোর করে অভিনন্দনের ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। তাকে ছাড়ার আগে ভিডিওটি প্রকাশ করে পাকিস্তান।
এ দিকে অভিনন্দন বর্তমান দেশে ফেরায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। দেশজুড়ে উৎসব করেন রাজনীতিবিদরা। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফিরে আসার জন্য অভিনন্দন বর্তমানকে স্যলুট জানান দেশবাসী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বর্তমানের ফিরে আসার পর টুইটে লেখেন, ঘরে ফেরায় অভিনন্দনকে স্বাগতম। আপনার দৃষ্টান্তস্বরূপ বীরত্বে দেশ গর্বিত। আমাদের নিরাপত্তা বাহিনী ১৩০ কোটি ভারতবাসীর গর্ব।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি