ফিরে আসতে পেরে ভালো লাগছে, জানালেন অভিনন্দন

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯

ফিরে আসতে পেরে ভালো লাগছে, জানালেন অভিনন্দন

সোনালী সিলেট ডেস্ক :::প্রায় ৬০ ঘণ্টা পর দেশে ফিরেছেন ভারতের বিমানসেনার পাইলট অভিনন্দন বর্তমান। সে উপলক্ষে উৎসব বিরাজ করছে দেশজুড়ে। অভিনন্দনকে স্বাগত জানাতে বুধবার রাতে ওয়াখা সীমান্তে ভিড় জমান শত শত মানুষ। তাকে স্বাগত জানান ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভারতে ফিরে অভিনন্দন প্রথমে বলেন, ‘ফিরে আসতে পেরে ভালো লাগছে, এটা ভালো যে, আমি দেশে ফিরতে পেরেছি’।

সাংবাদিকদের কোনও প্রশ্ন না নিয়ে ছোটো এক বিবৃতিতে ভাইস এয়ার মার্শাল আরজিকে কাপুর বলেন, অভিনন্দনের পুরো শরীর পরীক্ষা করা হবে। তাকে অনেক ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে।

বুধবার রাতে অভিনন্দন বর্তমানের ফিরে আসতে দেরি হওয়ার কারণ জানিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লিখেছে, সীমান্ত পার হওয়ার আগে ক্যামেরার সামনে জোর করে অভিনন্দনের ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। তাকে ছাড়ার আগে ভিডিওটি প্রকাশ করে পাকিস্তান।

এ দিকে অভিনন্দন বর্তমান দেশে ফেরায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। দেশজুড়ে উৎসব করেন রাজনীতিবিদরা। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফিরে আসার জন্য অভিনন্দন বর্তমানকে স্যলুট জানান দেশবাসী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বর্তমানের ফিরে আসার পর টুইটে লেখেন, ঘরে ফেরায় অভিনন্দনকে স্বাগতম। আপনার দৃষ্টান্তস্বরূপ বীরত্বে দেশ গর্বিত। আমাদের নিরাপত্তা বাহিনী ১৩০ কোটি ভারতবাসীর গর্ব।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম