ইয়াং স্টার বানীগ্রাম উওর ২য় আন্তঃ মিনি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

ইয়াং স্টার বানীগ্রাম উওর ২য় আন্তঃ মিনি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

সোহেল আহমদ গোলাপগঞ্জ ::: গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে ইয়াং স্টার বানীগ্রাম উওর ২য় আন্ত মিনি ফুটবল টুর্ণামেন্ট  ২০১৯-এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১/৩/১৯ রোজ শুক্রবার বিকেলে স্থানীয় বানীগ্রাম উওর  মাঠে খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন শাহীন আহমদ ভাইস  চেয়ারম্যান পদপ্রার্থী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ,  এনায়েত হোসেন মুন্না ও তুয়েল আহমদ যৌথ
পরিচালনায় পীরবাড়ী ওয়েলফেয়ার সভাপতি এনাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহান আহমদ ফ্রান্স প্রবাসী,ফখরুল ইসলাম লন্ডন প্রবাসী, হিফজুর রহমান সভাপতি কালিজুরী প্রভাতী সংঘ,জামিল আহমেদ সদস্য সচিব নিরাপদ সড়ক চাই বুধবারী বাজার ইউনিয়ন,জাকির হোসেন বুলবুল যুগ্ন  আহবায়ক নিরাপদ সড়ক চাই বুধবারী বাজার ইউনিয়ন,  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল আহমদ সোনালী সিলেট  দুলাল আহমদ সাধারণ সম্পাদক বাগিরঘাট যুব সংঘ,রোকন আহমদ বাবলু, শাহির উদ্দিন, মশকুর আহমদ,  এমরুল ইসলাম সদস্য কালিজুরী প্রভাতিসংঘ,মোস্তাক আহমদ,শাহ আলম সাবেক সাধারণ সম্পাদক পল্লীমঙ্গল সমিতি,
ইউনাইটেড বানীগ্রম উওর ব্রাড ৪ গোল  F.C.ফুটবল টিম ০০ গোল  খেলা শেষে পুরষ্কার বিতরণী পর্বে চ্যাম্পিয়ন  ইউনাইটেড বানীগ্রম উওর ব্রাড এর দলীয় অধিনায়কের হাতে প্রথম পুরষ্কার হিসেবে ট্রফি ও  রানার্সআপ F.C.ফুটবল টিম দলীয় অধিনায়কের হাতে দ্বিতীয় পুরষ্কার হিসেবে ট্রফি ও তুলে দেন অতিথিবৃন্দ ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
83Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম