সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::লা লিগায় লেভান্তের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টি থেকে একটি করে গোল করেছেন করিম বেনজেমা ও গ্যারেথ বেল। লেভান্তের হয়ে একমাত্র গোলটি করেন মার্টি।
৪২তম মিনিটে লুকা মডরিচের শটে মুখ বাঁচাতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেন লেভান্তের লুনা। ভিএআর-এর সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে বল জালে জড়িয়ে প্রথমার্ধেই দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। এর আগে পুরো প্রথমার্ধ দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস গোলের বেশ কিছু ভালো সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পাননি। সুযোগ হাতছাড়া করেছেন বেনজেমা-ভাসকেজ-মডরিচরাও।
এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতে পারলেও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে অতিথিরা। ৬০তম মিনিটে মার্টির গোলে স্বাগতিকেরা সমতায় ফেরে। তবে ৭৮তম মিনিটে প্রথমার্ধে গোল করা বেনজেমার বদলি হিসেবে নামা গ্যারেথ বেলের গোলে গোল ব্যবধানে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবারও ভার, এবারও পেনাল্টি থেকে গোল পায় সোলারির শিষ্যরা। প্রতিপক্ষের সীমানায় ক্যাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল।
শেষ মুহূর্তে এসে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নাচোকে। ৮৮তম মিনিটে নাচোর লাল কার্ড দেখার এক মিনিট পর ডগআউটে বসা লেভান্তের রুবেন রোচিনাকেও লাল কার্ড দেখান রেফারি।
কষ্ট করে হলেও নিজেদের মাঠে জিরোনার বিপক্ষে হারের পর এমন একটা জয় যে খুব করে দরকার ছিল রিয়ালের।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি