সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
শ্রীলংকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জয়সুরিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
জানা গেছে, আইসিসির দুটি দুর্নীতিবিরোধী কোড অমান্য করায় জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই দুই বছর ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না তিনি।
প্রসঙ্গত, শ্রীলংকার হয়ে ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেট খেলেন জয়সুরিয়া। জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৮৬টি ম্যাচ খেলে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ২১ হাজার ৩২ রান করেন। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর সংগঠকের ভূমিকা পালন করেন তিনি। শ্রীলঙ্কার জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেব দায়িত্ব পালনকালে জড়িয়ে যান দুর্নীতির সঙ্গে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি