সিলেট ২৬শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::ফাল্গুনের মাঝামাঝি সময়ে সিলেটে দেখা দিয়েছে বৃষ্টি। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোর থেকেই সিলেটের আকাশ ছিল মেঘলা। থেমে থেমে মেঘের গর্জন। সকালের দিকে শুরু হয় মাঝারি ধরণের বৃষ্টি। এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। যা অব্যাহত থাকবে আরো ২ দিন।
আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলাসহ অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেটে ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ বৃষ্টিপাত হতে পারে ৮০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত। যা পরবর্তী ৪৮ ঘণ্টার শেষ দিকে উন্নতি হতে পারে।
সকাল থেকে সিলেট নগরীতে কখনও ঝিরিঝিরি কখনও গুঁড়ি গুঁড়ি আবার কিছুক্ষণ বিরতির পর ফের চলে অবিরাম বৃষ্টি। যা ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। হঠাৎ এই বৃষ্টির কারণে সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থী ও অফিসগামীদের পড়তে হয় দুর্ভোগে।
এ সময়ে বৃষ্টির কারণে নগরীতে যানবাহনের সংখ্যাও ছিল খুব কম। যার ফলে নির্ধারিত সময়ে অনেকেই পৌঁছাতে পারেননি নিজ নিজ কর্মস্থলে। তবে সকাল থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে নগরীর কোথাও কোন পানি জমতে দেখা যায় নি।
আজ সকাল থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল পর্যন্ত আবহাওয়ার এরকম অবস্থায় থাকলেও এ দুইদিনে ৮০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
তিনি জানান, বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সিলেট অঞ্চলে কিছুটা হিমশীতল বায়ু প্রবাহিত হবে এবং কিছুটা ঠাণ্ডা অনুভূত হবে। একই সাথে দিন অনুপাতে রাতে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তিনি আরো জানান, আগামী শুক্রবার সকাল থেকে সিলেটবাসী রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেলেও মঙ্গলবার (৫ মার্চ) থেকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়া ফলে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ৮ মার্চ (শুক্রবার) থেকে সিলেটে অস্থায়ী দমকা হাওয়া ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও ভারি থেকে ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি