সিলেট ২৩শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::হবিগঞ্জের চুনারুঘাটে দুই ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ ও র্যাব-৯ এর উদ্যোগে যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, চুনারুঘাট উপজেলার আশপাশে অপরিকল্পিত ভাবে বেশ কিছু ইটভাটা গড়ে উঠেছে। এরই প্রেক্ষিতে উপজেলার বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি ইটভাটায় তৈরীকৃত ইটে দৈর্ঘ্য ও পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৯ ধারায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পৌর এলাকায় পাল সুইটস নামে একটি মিষ্টি দোকানে অস্বাস্থ্যকর ভাবে খাবার পরিবেশন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তিতে আর এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ খাবার উৎপাদন করবে না বলে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন কোম্পানী কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাব-৯ এর একটি টিম।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি