সিলেট ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জ বিএনপির ৬ নেতাসহ ৯ নেতাকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা উল্লেখ না করে দলীয়শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়। যদিও বহিস্কৃতদের সকলেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
গত সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে এবারের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি। দলীয় নেতাদেরও এই নির্বাচনে প্রার্থী না হওয়ার আহ্বান জানায়। তবে দলীয় নির্দেশনা উপেক্ষা করে অনেক উপজেলায়ই স্বতন্ত্র হিসেবে প্রার্থী হন বিএনপি নেতারা। এদের পদধারী ৯ জনকে সোমবার বহিস্কার করলো দলটি। এরমধ্যে ৬জনই সুনামগঞ্জের।
বহিস্কারের কথা জানিয়ে বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয় এতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিসম্বরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং বিসম্বরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল, পঞ্চগড় জেলাধীন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী ও মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি