সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ভোরে পাকিস্তানের অভ্যন্তরে হামলার দাবি করেছে নয়াদিল্লী। জবাবে পাকিস্তানও সময়মতো দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই সংঘাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।
ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার ভারত-পাকিস্তান দুই পক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দিয়েছে চীন। এ ছাড়া ইরানও একই আহ্বান জানিয়েছে।
এবার আমেরিকার পক্ষ থেকেও তেমনই পরামর্শ দেওয়া হলো। সন্ত্রাস দমনে পাকিস্তানকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলার পাশাপাশি আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলতে অনুরোধ জানিয়েছে দুই দেশকেই।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় ৪৯ ভারতীয় সেনা নিহত হয়ে। ওই হামলার জবাবে মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।
এরপর সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় একটি বিবৃতি জারি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বিবৃতিতে তিনি বলেন, ‘সন্ত্রাস দমনে পদক্ষেপ নিয়েছে ভারত। সেই নিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা হয়েছে আমার। ভারত ও গোটা উপমহাদেশে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পাশে থাকার আশ্বাস দিয়েছি তাকে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীর সঙ্গেও কথা হয়েছে। যত শিগগিরই সম্ভব দেশটির মাটিতে নাশকতামূলক কাজকর্ম বন্ধ করতে ব্যবস্থা নিতে বলেছি তাকে।’
আনন্দবাজার বলছে, ভারতকে হুঁশিয়ারি দেওয়া নিয়েও পাকিস্তানকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন পম্পেও। তার কথায়, ‘এই মুহূর্তে সংঘাত বাড়তে না দেওয়াই প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই কোনো রকম সামরিক পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। শাহ মাহমুদ কোরেশিকে সে কথা জানিয়েছি। পরিস্থিতি যাই হোক না কেন, ভারত ও পাকিস্তান, দুই দেশেরই সংঘাতে না যাওয়া উচিত বলে মনে করে আমেরিকা। তার বদলে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সচেষ্ট হতে বলেছি।’
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার ভোরে পাকিস্তান সীমান্তের ভেতর ঢুকে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। এ নিয়ে ভারতেও সুবিধামতো হামলার হুমকি দিয়েছে পাকিস্তান।
এমন প্রেক্ষাপটেই ভারত ও পাকিস্তানকে এমন পরামর্শ দিলো যুক্তরাষ্ট্র।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি