হবিগঞ্জে মিনিবাস খাদে, নারীসহ আহত ২০

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

হবিগঞ্জে মিনিবাস খাদে, নারীসহ আহত ২০

হবিগঞ্জ-নবীগঞ্জ অঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে নারীসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সড়কের সাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থেকে প্রায় ২৫/৩০ জন যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয় যাত্রীবাহী একটি মিনিবাস। পথিমধ্যে সাদবপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ীটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারীসহ অন্তত ২০ যাত্রী আহত হন।

দূর্ঘটনায় গুরুত্বর আহত রুজেল মিয়া (৩৫) ও রুহেল মিয়াকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাঁকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা সম্পর্কে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম