সিলেটে রাত থেকেই যান চলাচল শুরু

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদন 

পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট শেষ হওয়ার আগেই সিলেটে যানবাহন চলতে শুরু করেছে। সোমবার রাত দশটা থেকে যানবাহন চলতে শুরু করায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

সারাদেশের ন্যায় সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিন ছিল সোমবার।

রাত দশটার দিকে সিলেট-তামাবিল সড়কে দূরপাল্লার ট্রাক ও লরি স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। এছাড়াও নগরীতে লেগুনা, সিএনজি অটোরিকশা চলাচল ছিল চোখে পড়ার মতো। তবে রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টার্মিনাল এলাকা থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

সংশ্লিষ্টের থেকে পাওয়া তথ্যে জানা গেছে, পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার কর্মবিরতি শেষ হবে মঙ্গলবার ভোর ৬টায়। মঙ্গলবার সকাল ছয়টা থেকে স্বাভাবিকভাবেই বাস চলবে।

উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে সীমাহীন রবিবার ভোর থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের এ কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সিলেটসহ সারাদেশ। গত দুদিন সিলেটে রিকসা ছাড়া কোনো গণপরিবহন দেখাযায়নি। গণপরিবহন না থাকার ভোগান্তির সঙ্গে যোগ হয়েছে শ্রমিকদের নৈরাজ্য এবং রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া মানুষকে হয়রানিও। এসব গাড়ি চলাচলে বাধা প্রদান করা হয়েছে। পরিবহন শ্রমিকদের হাত থেকে রেহাই পাননি অ্যাম্বুলেন্সে চিকিৎসা নিতে যাওয়া রোগীরাও।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম