সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
দৈনিক সিলেটের দিনকাল মিনি ফুটবল টুর্নামেন্ট কাল বিকেল ৩ টায় সিলেট এমসি কলেজ খেলার মাঠে উদ্বোধন করা হবে। দৈনিক সিলেটের দিনকাল মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজক সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের কাছে খেলার ১ম পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন ও ২য় পুরস্কার ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশনসহ টুর্নামেন্টের যাবতীয় সকল পুরস্কার হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার নগরীর মহাজনপট্রিস্থ সম্পাদকম-লীর সভাপতির কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন সিলেটের দিনকাল-এর সম্পাদকম-লীর সভাপতি বদরুল আলম বেলাল। এসময় তিনি বলেন, খেলাধুলা শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি মনকেও সতেজ রাখে। তিনি সবাইকে শরীরকে সুস্থ রাখার জন্য সকল কাজের পাশাপাশি খেলাধুলা ও ব্যায়াম করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে। ফলে আমাদের সমাজ হবে সুন্দর। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ও সুন্দর সমাজ উপহার দিতে সরকারের পাশাপাশি সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে। পুরস্কার হস্তান্তর কালে উপস্থিত ছিলেন পত্রিকার পরিচালক ইউসুফ খান এবং সম্পাদক ও প্রকাশক পারভীন বেগমের প্রতিনিধি মো. নাঈমুল ইসলাম, অম্পেয়ার শহীদুল ইসলাম খান জুবেদ। হকার্স সমিতির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. রফিক দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সংগঠনিক সম্পাদক আমির আলীর, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, ক্রীড়া সম্পাদক জমির উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক দুয়েল আহমদ, শফি গাজীসহ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, সিলেটের দিনকাল-এর স্টাফ রিপোর্টার সোহেল আহমদ, সুমন আহমদ প্রমুখ। আজকের বিকেল ৩টায় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন মোবারক ফাইভ স্টার ও শাকিল ফাইভ স্টার। খেলা দেখতে সবাইকে মাঠে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন সিলেটের দিনকাল পরিবার। প্রেস-বিজ্ঞপ্তি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি