ফেঞ্চুগঞ্জে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

ফেঞ্চুগঞ্জে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এ মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনী কার্যালয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ মুজিবুর রহমান জকন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, আল ইসলাহ মনোনীত প্রার্থী মাওলানা হারুনুর রশিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী ওয়াহিদুজ্জামান ছুফি, স্বতন্ত্র প্রার্থী হারুন আহমদ চৌধুরী এবং মনির আলী নান্নু।

উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শহিদুর রহমান রুমান , সাবেক ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, তালামীয সমর্থিত প্রার্থী মো. রুহিল শাহ, স্বতন্ত্র প্রার্থী বখতিয়ার হোসেন রয়ন, মনিরুল ইসলাম ভুইয়া, মো. সাহাদ মিয়া মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসি বেগম ইকবাল, সেলিনা ইয়াসমীন, মোহিনী বেগম মনোনয়ন দাখিল করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম