সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে জাহেদ আহমদের উপর নির্যাতন ও চোখ নষ্ট করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো গোলাপগঞ্জ। ইতোমধ্যে জাহেদের উপর নির্যাতনকারী রাউব আলী ওরফে ছানু মিয়া সহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঘা ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনতার উদ্যোগে বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন, বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন।
হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন ইরান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান আজম, শেখ এমরান আহমদ, সাংবাদিক গোলাম মোস্তফা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাহেদ আহমদকে অমানুষিক নির্যাতন ও চোখে চুন দিয়ে দৃষ্টি শক্তি কেড়ে নেয়ার বিষয়টি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।অতীতে গোলাপগঞ্জে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। নিরীহ গরিব পরিবারের লোক ছিল জাহেদ আহমদ। আজ দু’চোখ হারাতে বসেছে সে। বক্তারা তার উপর অমানুষিক নির্যাতনকারী রাউব আলী (ছানু মিয়া) সহ এ ঘটনার সাথে জড়িত অপকর্মকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি