বাসের ধাক্কায় দক্ষিণ সুরমায় একই পরিবারের ৩ তরুণী নিহত

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

বাসের ধাক্কায় দক্ষিণ সুরমায় একই পরিবারের ৩ তরুণী নিহত

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। শনিবার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম মোহাম্মদপুর এলাকার মৃত লিয়াতক হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা চাঁদনী (১৮), তার চাচাতো বোন ও একই এলাকার সৈয়দ মোজাম্মেল আলীর মেয়ে লিয়া বেগম (১৭) এবং তাদের ভাবি মোছাম্মৎ তাসনিম আক্তার (১৯)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল  বলেন, সিলেট বিশ্বনাথ সড়কের বদিকোনায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। এদের মধ্যে চাঁদনী ও লিয়া দু’জনই দক্ষিণ সুরমার দুটি কলেজের শিক্ষার্থী বলে জানান তিনি।

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটি আটক কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে বলে জানান তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
17Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম