দক্ষিণ সুরমার জৈনপুরে হত্যার উদ্দেশ্যে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

দক্ষিণ সুরমার জৈনপুরে হত্যার উদ্দেশ্যে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

সিলেটের দক্ষিণ সুরমায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ও বহিরাগত কয়েকজন সন্ত্রাসী। আহত শাকিল আহমদ (১৮) গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের জৈনপুর গ্রামের আব্দুল বাতিন সাগর আহমেদের পুত্র।
মঙ্গলবার রাত ১২ টায় শিববাড়ি বাজারে অবস্থিত তুহিন রেষ্ট্রুরেন্টের ভেতর সাটার লাগিয়ে শাকিলকে বেদম মারপিট করে একই এলাকার শিববাড়ি সিরাজ মিয়ার কলোনীর বাসিন্দা সুমন ও জৈনপুর গ্রামের মালেক মিয়ার ছেলে রুহেলসহ অন্যান্য আরো অজ্ঞাতনামারা।
হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে শাকিলের পিতা আব্দুল বাতিন সাগর আহমদ। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই রিপন দাশ বলেন, আমরা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা নেবো। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
7Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম