সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: কুলাউড়া-ভূকশিমইল সড়কের পশ্চিম মনসুর এলাকায় সিএনজি অটোরিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে ছকাপন উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এরা সবাই চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে মনসুর এলাকার দানা মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- মাছুমা আক্তার, সীমা আক্তার, ইমন আহমদ, নুরুল আমীন ও সুমাইয়া আক্তার। এদের মধ্যে মাছুমা আক্তার ও সীমা আক্তার গুরুতরভাবে আহত হয়েছেন।
জানা যায়, চলমান এসএসসি পরীক্ষার অংশ হিসেবে আজ (মঙ্গলবার) আইসিটি বিষয়ে কুলাউড়ার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন এই শিক্ষার্থীরা। সকাল ১০টায় শুরু হওয়া ২০ মিনিটের পরীক্ষা শেষে তাদের ভাড়া করা সিএনজি অটোরিকশাযোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাস্তায় পশ্চিম মনসুর এলাকার দানা মিয়ার বাড়ির সামনে পৌঁছামাত্র সিএনজি ড্রাইভার সিপন (২৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি কারেন্টের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে গাড়িতে অবস্থানরত ওই ৫ শিক্ষার্থী আহত হয়। তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ছকাপন উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশর আহমদ বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। চিকিৎসকদের সাথে পরামর্শ করে ঔষুধ সেবন করিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছি। আশা করছি তারা পরবর্তী পরীক্ষায় তারা সুস্থভাবে অংশগ্রহণ করতে পারবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি