সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান বলেছেন, শিশুদের সুরক্ষায় দেশব্যাপী সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ইউনিসেফের সহায়তায় ‘চাইল্ড হেল্পলাইন ১০৯৮’ চালু হয়েছে। শিশুদের সুরক্ষায় ‘চাইল্ড হেল্পলাইন ১০৯৮’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোন ব্যক্তি বিনামূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন। এক্ষেত্রে প্রতিকার চাওয়ার পথটি সহজ হবে। তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ জরুরী। এখনো শিশুরা বৈষম্য নির্যাতনের শিকার হচ্ছে। এ ব্যাপারে স্কুল পর্যায়ে ও কমিউনিটি পর্যায়ে জন সচেতনতা বাড়াতে হবে।
তিনি বুধবার (২৪ অক্টোবর) দুপুরে নগরীর বাগবাড়ীস্থ জেলা সমাজ সেবা কার্যালয়ের হল রুমে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ইউনিসেফের সহায়তায় চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) ফেইজ-২ শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর সহায়তায় ফোন ‘চাইল্ড হেল্প লাইন ২০৯৮’এর সচেতনতা বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় ওরিয়েন্টেনে বিশেষ অতিথি ছিলেন- ইউনিসেফ সিলেট এর প্রধান কাজী দিল আফরোজা ইসলাম,বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া,ইউনিসেফ এর চাইল্ড প্রটেকশন অফিসার আবুল খায়ের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা আবু ইউসুফ।
বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা প্রেসকাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী,জৈন্তাপুর উপজেলা সমাজ সেবা অফিসার একে আজাদ ভূইয়া,সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার নব নির্বাচিত সভাপতি আবুল কালাম, দিদারুল আলম প্রমুখ।
সভায় বিভিন্ন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সিলেট মেট্রোপলিটন পুলিশের ৪টি থানার শিশু বান্ধব পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে বলা হয়, ২০১০ সালে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ৮টি থানার ২০টি ওয়ার্ডে বিসিএইচএল পাইলট প্রকল্প চালু করা হয়। বিশ্বে ১৪৭টি দেশে ১৮১টি হেল্প লাইন গ্লোবাল চালু হয়। ২০১৬ সালের ২৭ অক্টোবর প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই হেল্প লাইন উদ্বোধন করেন। এর প্রচার ও সফলতা বাড়াতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করা হয়। পরে স্লাইটে তা উপস্থাপন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি