সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঐতিহ্যবাহী জগদল গ্রামে অবস্থিত আল ফারুক উচ্চ বিদ্যালয়ের ৯৪তম ব্যাচের রজত জয়ন্তী এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রোববার (৯ ফেব্র“য়ারি) রাতে ৯৪তম ব্যাচের ছাত্র আনোয়ার হক ফিরুজ এর সিলেটস্থ বাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯৪তম ব্যাচের ছাত্র আনোয়ারুল হক ফিরুজের বাসায় সহপাঠীদের নিয়ে আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক দিন পর একে অপরের সাক্ষাতে আবেগে আপ্লুত হয়।
২৫ বছর পুর্তিতে যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হক ফিরুজের বাসায় এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় ৯৪তম ব্যাচের সহপাঠীরা তাদের স্মৃতির ডায়রী থেকে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন। যা অনেককে ৯৪ সালের শিক্ষাকালীন সময়ের কথা মনে করিয়ে দেয়। সবাইকে নিয়ে এ ধরণের সাক্ষাৎ ভবিষ্যতে আরও হওয়ার তাগিদ দেন যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হক ফিরুজ।
রজত জয়ন্তী অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও স্বার্থক হয়েছে বলে সবাই ৯৪তম ব্যাচের ছাত্র আনোয়ার হক ফিরুজকে ধন্যবাদ জ্ঞাপন করে।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমূলবাক ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, লুৎফুর রহমান খোকন, শামসুল ইসলাম রুবেল, অপু তালুকদার, পুলক বাবু, ফারগিস আক্তার, শৈলেন্দ্র চন্দ্র, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা বেগম, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আজাদুর রহমান আজাদ, বাবুল মিয়া।
৯৪তম ব্যাচের পরবর্তী ব্যাচের ছাত্রছার্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মনোয়ার হোসাইন, সাংবাদিক এমদাদুল হক সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক জোট সিলেটের সভাপতি হুমায়ূন কবির চৌধুরী, কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুর রহমান চৌধুরী শাহীন প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি