সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আইডিয়া’র উদ্যোগে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় শান্তিতে বিজয় প্রকল্পের আওতায় রোববার সিলেট সদর উপজেলা পরিষদের সভাকক্ষে সামাজিক সংলাপ অনুষ্ঠিত। সহিংসতা পরিহার ও শান্তিপূর্ণ সহাবস্থান এবং অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সরকারি সেবা সমূহের উন্নয়নের বিষয়ে সংলাপে আলোচনা করা হয়। এতে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি প্রতিনিধি, যুব ও নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জুবায়ের আহমদ। অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অরডিনেটর ফরহাদ আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইন প্রকল্পের জেলা সমন্বয়ক রোজীনা চৌধুরী, উপজেলা সমন্বয়ক কংকন কান্তি দাস ও পিয়া শ্যাম দূর্বা।
সংলাপে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্ধ ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণ তাদের পর্যবেক্ষনের প্রেক্ষিতে বলেন, নির্বানের পূর্বে বিরোধী দলের স্থানীয় নেতৃবৃন্দ নানা রকম হামলা, মামলা ও পুলিশি হয়রানির শিকার হন। বিরোধী দলের এক প্রতিনিধি বলেন, তার এলাকায় প্রায় ৫০০ নেতাকর্মীদের নানা ধরনের হামলা ও মালা দিয়ে হয়রানি করা হয়েছে। নির্বাচনের পূর্বের তুলনায় পুলিশ হয়রানি পরিমাণ অনেক কম। পুলিশি হয়রানি কম হলেও মামলা চলমান থাকায় এবং নতুন মামলার আশঙ্কায় তারা ভয়ের মধ্যে আছেন।
যুব সমাজের একজন প্রতিনিধি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাধারণ মানুষকে সচেতন হতে হবে। ব্যক্তি হিসাবে নিজে ও নিজের পরিবারকে দূর্নীতি থেকে মুক্ত রাখতে হবে। সরকারী সেবা গ্রহণ ও প্রদান সর্ম্পকে নাগরিক হিসাবে প্রত্যেকের সাধারণ জ্ঞান থাকতে হবে। স্থানীয় পর্যায়ে সামাজিক সংগঠন তৈরী করতে হবে এব এসব সংগঠনের মাধ্যমে রাজনৈতিক ও সরকারী সেবার অন্তরায় সমুহ মোকাবেলা করতে হবে। সংলাপে উপস্থিত ব্যক্তিবর্গরা সিলেট সদর উপজেলার বিভিন্ন সমস্য চিহ্নিত করেন এবং এ সকল সমস্যগুলো সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি