সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার সকল উপজেলার আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (১০ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের ঘোষিত প্রার্থীদের তালিকায় সিলেটের গোয়াইনঘাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী এবং নৌকার মাঝি হিসাবে ঘোষণা করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল। জৈন্তাপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলীর নাম ও কোম্পানীগঞ্জে নৌকার একমাত্র মাঝি হিসেবে প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে এই তিন উপজেলায় একাধিক প্রার্থী তৃণমূল, উপজেলা, জেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দৌড়ঝাঁপ করেছিলেন। তবে দলের হাই কমান্ড যোগ্যতা ও দক্ষতা ও তৃনমূলের জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার কান্ডারী হিসাবে এসব প্রার্থীদের বাছাই করে নাম ঘোষণা করেন।
সকাল ১১টায় ঘোষিত এ সংবাদ গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং এসব মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগে অভিনন্দন আর শুভ কামনা বার্তায় সিক্ত করা হচ্ছে মনোনীত প্রার্থীদের।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি