দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮

দক্ষিণ সুরমা প্রেসকাব এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দক্ষিণ সুরমা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসকাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদা খাতুন রেখা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী বলেন, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণ সুরমার উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা দক্ষিণ সুরমা প্রেসকাবের সাংবাদিকদের লিখনির মাধ্যমে ওঠে আসবে বলে আমি বিশ্বাস করি। তিনি তার দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম