সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার সারা দেশে উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সরকার গ্রামকে শহর বানানোর জন্য যে কাজ করছে সেটি হল শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে বসে যাতে মানুষ পেতে পারে।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক চাহিদাগুলো প্রতিটি নাগরিক ভোগ করছেন। সরকারের সাথে বেসরকারি বিভিন্ন সংস্থা জনকল্যাণে যে কাজগুলো করছে তা মানুষের দূর গোড়ায় পৌচাচ্ছে সরকারের আন্তরিকতার কারনে।
তিনি গতকাল মঙ্গলবার (৫ ফেব্র“য়ারি) সিলেট সদর উপজেলার আটখোলা ইউনিয়নে শিবের বাজারের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এফআইভিডিবির বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বয়স্ক ভাতা এবং বিশেষ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে ৩৩৭ জন বয়স্ক নারী পুরুষকে বয়ষ্ক ভাতা, চাঁদর, কম্বল, ছাতা, চেয়ার কমোড, ওয়াকিং স্টিক, উইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এফআইভিডিবির আইএফএসপি পরিচালক রুহেল কবির।
প্রোগ্রাম অফিসার মহসিন হাবিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবির প্রাথমিক শিক্ষা কর্মসুচী সমন্বয়ক মো. আজিম উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল করিম। বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বশর, ইউপি সদস্য আব্দুল হামিদ, নিজাম উদ্দিন, মবশ্বির আলী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ৩৭৭ জন নারী পুরুষকে অনুদানের অর্থ ও যাবতীয় সামগ্রী তুলে দেন। প্রেস-বিজ্ঞপ্তি ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি