সিলেট ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯
সিলেটে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্রের অর্থ সংগ্রহকারী গ্রেফতার
৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সিলেটের মোগলাবাজার থানা এলাকায় ভূয়া প্রশ্নপত্র বিতরণকারীকে গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন মোগলাবাজার রেলস্টেশন থেকে অনলাইনে চলমান এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্রের মূল হোতাকে আটক করে র্যাব-৯। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- ঝন্টু আচার্য্য (১৮), সে দক্ষিণ সুরমা উপজেলার গোপালগ্রাম এলাকার সন্তোষ আচার্য্য’র পুত্র। এ সময় তার নিকট থেকে ভূয়া প্রশ্নপত্র বিতরনের মাধ্যম হিসাবে ব্যবহৃত স্মাটফোন, সীমকার্ড ও মেমরীকার্ড জব্দ করা হয়। উল্লেখ্য যে, অভিযুক্ত ঝন্টু আচার্য্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপযধৎলবব লড়হঃঁ নামে আইডি খুলে উক্ত আইডির মাধ্যমে ২০১৯ সালের চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী একটি পেজ তৈরী করে। উক্ত পেজ ও ইনবক্সের মেসেজের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। উদ্ধারকৃত আলামত, স্ক্রিন শট ও গ্রেফতারকৃত ব্যক্তিকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়ের পূর্বক সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি