মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
আদালত

আদালত

সোনালী সিলেট ডেস্ক ::: দশ বছর আগে মাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৩ ফেব্রুয়ারি) বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. গোলাম ফারুক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রায়হান আলী (৩৫) জেলার কাহালু উপজেলার কাজীপাড়ার আব্দুর রহমান বাচ্চুর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, রায়হান বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতো। ২০০৯ সালের ২৭ জুলাই সকালে সে বাড়িতে এসে মা রওশন আরার কাছে তার নামে জমি লিখে দেওয়ার দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রায়হান তার মাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে কুপিয়ে জখম করে। এ সময় আশেপাশের লোকজন বাঁচাতে এগিয়ে গেলে রায়হান তাদেরও মারধর করে।

পরে রওশন আরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই নিহতের বোন রাবেয়া রায়হানকে একমাত্র আসামি করে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০০৯ সালের ২৮ আগস্ট তদন্ত শেষে কাহালু থানার এসআই শরিফুল ইসলাম রায়হানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম