সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮
ভূমিহীনদের পুনর্বাসনসহ সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিলেট জেলা কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির আহবায়ক মোঃ নূর মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা ইকবাল আমিনী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মোঃ মকন মিয়া, দক্ষিণ সুরমা প্রেসকাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মিফতাহুল হোসেন সুইট, হলি আরবান প্রপার্টিজ লিমিটেডের এমডি দেলোয়ার হোসেন, সিলেট চেম্বারের পরিচালক হুমায়ুন আহমদ, মানবাধিকার কাউন্সিল সিলেট জেলার সাবেক সভাপতি আহসান হাবীব মঈন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জখন, নবারুন সমাজকল্যাণ সংঘের সভাপতি আতাউর রহমান কাচা মিয়া, সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশনের সভাপতি এইচ.এম. আব্দুর রহমান, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের যুগ্ম সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, ব্রাইট ফিউচার বিজনেস নেটের চেয়ারম্যান মাওলানা আব্দুল গনি, ভূমিহীন আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক কমর উদ্দিন, জামাল আহমদ, ফরিদ আহমদ, উপজেলা প্রতিনিধি সাদিক আল মাহমুদ, সমছুল আলম, সেলিম আহমদ কাওছার, উপ-প্রতিনিধি জয়নাল আবেদীন। আরো উপস্থিত ছিলেন মহিলা মেম্বার হালিমা বেগম, সাহেদ আহমদ শান্ত, আব্দুল মতিন নানু, আলিফ মিয়া, আসাব আলী, মানিক মিয়া, ফুরকান আলী, আবুল কাশেম, হিরা মিয়া, মাখন মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সবার জন্য বাসস্থান প্রকল্প, দেশের অন্যান্য জেলা বাস্তবায়িত হলেও সিলেট সদর, দক্ষিণ সুরমা সহ অন্যান্য উপজেলায় বাস্তবায়িত না হওয়ায় ভূমিহীন বাস্তুহারারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সিলেটের মন্ত্রী, এমপিসহ সকল জনপ্রতিনিধি এ ব্যাপারে আন্তরিকভাবে বিষয়টি বাস্তবায়নে প্রদক্ষেপ গ্রহণে আহবান জানানো হয়। তারা বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। তাই ভূমিহীন বাস্তুহারাদের অবহেলিত রেখে ডিজিটাল দেশগড়া সম্ভব নয়। সংবাদ বিজ্ঞপ্তি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি