হবিগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ : ছাত্রসহ আহত ৮

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

হবিগঞ্জে সিএনজি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ : ছাত্রসহ আহত ৮

হবিগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ : ছাত্রসহ আহত ৮

সোনালী সিলেট ডেস্ক ::: সোমবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে কলিমনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় কামরুল হাসান নামে এক যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) সহিদুর রহমান জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি কলিমনগর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে জাকির আহমেদ (১৮), কামরুল হাসান (১৮), ফেরদৌস হাসান (২০), মাইনুদ্দিন (৩৫) ও নাজিম চৌধুরী (২৩) গুরুত্ব আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান জানান, আশংকা জনক অবস্থায় কামরুল হাসান নামে এক যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা এখানেই চলছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম