সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
“পুলিশকে সহায়তা করুন, পুুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৭ জানুয়ারি হতে ০২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার, সিলেট এর কার্যালয় হতে বর্নাঢ্য র্যালী’র আয়োজন করা হয়। র্যালী শেষে সিলেট জেলার পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পুলিশের সেবার মান বৃদ্ধি এবং জনগণের কাছে সেবা সহজে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সেবা সংশ্লিষ্ট সকলের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ট্রাফিক ব্যবস্থা জোরদার করণ, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা রোধ, ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন নিষ্পত্তি, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা সহজীকরণ, বিডি পুলিশ হেল্প লাইন এ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহী করা, জাতীয় জরুরী সেবা-৯৯৯-এ ফোন করে জরুরী মূহুর্তে পুলিশের সেবা প্রার্থীকে সেবা প্রদান, থানায় সার্ভিস ডেলিভারী সেন্টার স্থাপনের মাধ্যমে দ্রুততম সময়ে সেবা নিশ্চিতকরণ, কমিউনিটি পুলিশ ও ওপেন হাউজ-ডে সভা আয়োজনের মাধ্যমে অপরাধীর মনে ভীতি সঞ্চারের উদ্যোগ গ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রেস-বিজ্ঞপ্তি।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি