কদমতলী থেকে হত্যা ও মাদক মামলার পলাতক আসামী আটক

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

কদমতলী থেকে হত্যা ও মাদক মামলার পলাতক আসামী আটক

কদমতলী থেকে হত্যা ও মাদক মামলার পলাতক আসামী আটক

সোনালী সিলেট ডেস্ক ::: দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাট এলাকা থেকে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ১ বছরের সাজাপ্রাপ্ত এবং হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আলমাছ (৪০)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র। বর্তমানে সে কদমতলীর কামাল বক্সের কলোনিতে ভাড়াটিয়া হিসাবে থাকতো।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান , আলমাছ সুনামগঞ্জের ছাতক থানার একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং হত্যা মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন যাবত আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারের পর আসামীকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
24Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম