সিলেট ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৮ই রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: পুলিশের ওপর হামলায় আটক রাজধানীর পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন ওরফে মিরনসহ নয়জন নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে গত মঙ্গলবার পল্টন থানায় দুটি মামলা হয়। এর একটি মামলায় ছাত্রলীগ নেতা–কর্মীদের গ্রেপ্তার দেখানো হয়।
পুরানা পল্টনের আজাদ সেন্টারের ১৮ তলায় বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা নাজমুল ও তাঁর সহযোগীদের সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিক ও কর্মীদের মারামারি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। পুলিশ দুই পক্ষের ১৬ জনকে আটক করে।
ছাত্রলীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে করা পুলিশের মামলায় বলা হয়, পল্টন থানার এসআই কাজী আশরাফুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা আজাদ সেন্টারের ১৮ তলায় গিয়ে দেখতে পান আসামিরা বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনালের চেয়ার–টেবিল, আসবাব ও কম্পিউটার ভাঙচুর করছেন। এ সময় পুলিশ তাঁদের নিবৃত্ত করতে গেলে তাঁরা সরকারি কাজে বাধা দেন এবং পুলিশকে আক্রমণ করেন। তাঁরা পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারপিট করেন। আসামিরা পুলিশ সদস্যদের আটক করেন। একপর্যায়ে আটকে পড়া পুলিশ বেতারযন্ত্রে এ ঘটনা জানালে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ এসে নাজমুলসহ এজাহারভুক্ত ৯ আসামিকে আটক করে এবং আহত দুই পুলিশ ও একজন আনসারকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যায়।
পল্টন থানার ওসি মাহ্মুদুল হক বলেন, নাজমুল হোসাইন পল্টন থানা ছাত্রলীগের সভাপতি ও ওয়াহিদুল ইসলাম থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বাকি সাতজন পল্টন থানা ছাত্রলীগের কর্মী।
এ ঘটনার পর বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনালের মালিক বি এম আসলাম হোসেনের নামে একটি প্রতারণার মামলা হয়।
মামলার বাদী আসলাম বলেন, তিনি নিজেও ছাত্রলীগ করেন। সেই সুবাদে নাজমুলের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাওনা টাকা উদ্ধারে গিয়েছিলেন। প্রতারক আসলাম হোসেন নিজেকে চেম্বার অব কমার্সের নেতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় দিতেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি